নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে ১৯৬৯ সালে পদ্মা নদীর ডান তীর ঘেষে নির্মল পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছিল উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি। প্রতিষ্ঠাকালীন থেকেই নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মাঝেও নিরলস স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে এই প্রষ্ঠিানটি। ২০১৮ সালে খরস্রোতা পদ্মার করালগ্রাসে বিলীন হয়ে গেছে স্বাস্থ্য কমপ্লেক্স এর মূল ভবন । কিন্তুু থেমে নেই এই বিশাল জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা প্রদান। নড়িয়া উপজেলার উত্তরে জাজিরা ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও টুঙ্গীবাড়ী উপজেলা, দক্ষিণে শরীয়তপুর সদর ও ভেদরঞ্জ উপজেলা, পূর্বে ভেদরগঞ্জ ও মুন্সীগঞ্জ সদর উপজেলা এবং পশ্চিমে জাজিরা উপজেলা অবস্থিত।
সাধারন তথ্য |
জেলা | শরীয়তপুর | |
উপজেলা | নড়িয়া | |
ইউনিয়নের সংখ্যা | ১৪ টি | |
পৌরসভা | ১ টি | |
মৌজার সংখ্যা | ১৪৮ টি | |
গ্রাম | ১৯০ টি | |
আয়তন | ২৪০.০২ বঃ কিঃ | |
মোট জনসংখ্যা | ২,৩১৬৪৪ জন(প্রায়) | |
মোট পরিবার ( খানা ) সংখ্যা | ৪৯৬১৫ টি |
এক নজরে নড়িয়া উপজেলায় স্বাস্থ্য সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা
স্বাস্থ্য প্রতিষ্ঠানের নাম | সংখ্যা | বেড |
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স | ০১ টি | ৫০ |
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র | ০৪ টি | --- |
ইউনিয়ন সাব-সেন্টার | ১ টি | |
কমিউনিটি ক্লিনিক | ২৭ টি | ---- |
উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয় | ০১ টি | -- |
ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্র | ০৮ টি | --- |
ইউনিয়ন সমূহ :
পৌরসভা একটি :
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস