Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

এক নজরে

 

 

 

          এক নজরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

    নড়িয়া উপজেলার কেদারপুর ইউনিয়নে  ১৯৬৯ সালে পদ্মা নদীর ডান তীর ঘেষে নির্মল পরিবেশে প্রতিষ্ঠিত হয়েছিল উপজেলার একমাত্র স্বাস্থ্য কমপ্লেক্সটি। প্রতিষ্ঠাকালীন থেকেই  নানা প্রতিকূলতা ও সীমাবদ্ধতার মাঝেও নিরলস স্বাস্থ্য সেবা প্রদান করে আসছে এই প্রষ্ঠিানটি। ২০১৮ সালে খরস্রোতা পদ্মার করালগ্রাসে বিলীন হয়ে গেছে স্বাস্থ্য কমপ্লেক্স এর মূল ভবন । কিন্তুু  থেমে নেই এই বিশাল জনগোষ্ঠির স্বাস্থ্য সেবা প্রদান।   নড়িয়া উপজেলার উত্তরে জাজিরা ও মুন্সিগঞ্জ জেলার লৌহজং ও টুঙ্গীবাড়ী উপজেলা, দক্ষিণে শরীয়তপুর সদর ও ভেদরঞ্জ উপজেলা, পূর্বে ভেদরগঞ্জ ও মুন্সীগঞ্জ সদর উপজেলা এবং পশ্চিমে জাজিরা উপজেলা অবস্থিত। 

সাধারন তথ্য

 

জেলা         শরীয়তপুর 
উপজেলা     নড়িয়া 
ইউনিয়নের সংখ্যা     ১৪ টি 
পৌরসভা      ১ টি 
মৌজার সংখ্যা      ১৪৮ টি 
গ্রাম     ১৯০ টি 
আয়তন    ২৪০.০২ বঃ কিঃ
মোট জনসংখ্যা    ২,৩১৬৪৪ জন(প্রায়)
মোট পরিবার ( খানা ) সংখ্যা    ৪৯৬১৫ টি

 

এক নজরে নড়িয়া উপজেলায় স্বাস্থ্য সেবা প্রদানকারী  প্রতিষ্ঠানের সংখ্যা  

 

স্বাস্থ্য প্রতিষ্ঠানের নাম  সংখ্যা           বেড             
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স   ০১ টি       ৫০ 
উপজেলা স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র   ০৪ টি      ---
 ইউনিয়ন সাব-সেন্টার     ১ টি     
 কমিউনিটি ক্লিনিক  ২৭ টি      ----
 উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়         ০১ টি  --
 ইউনিয়ন পরিবার কল্যান কেন্দ্র        ০৮ টি  ---
     

 

     ইউনিয়ন সমূহ :

  • মোক্তারেরচর
  • রাজনগর
  • নশাসন
  • বিঝারী 
  • চামটা 
  • ভোজেশ্বর
  • ফতেজঙ্গপুর
  • ডিঙ্গামনিক
  • ঘড়িসার
  • জপসা
  • ভূমখাড়া
  • কেদারপুর
  • চরআত্রা
  • নওপাড়া  

পৌরসভা একটি :

  • নড়িয়া পৌনসভা